ইষ্টিশনে শুয়ে যে ছেলেটা ,গায়ে নেইকো জামা
হাঁকিয়ে তাকে দিলে তুলে , স্টেশন মাস্টার মামা।
ভাবলে নাকো ছোট ছেলেটা , কোথায় গিয়ে থামবে
গর্জে মামা উঠলে হেঁকে , সর যাত্রীরা সব নামবে।
হতভাগার জুটলো না ঠাঁই , গায়ে নেইকো জামা
মিথ্যে অজুহাতে তাড়ালে তাকে , স্টেশনমাস্টার মামা।
মন্দিরেতে গেলে অবুঝ বালক , ঠাঁই কি তুমি পাবে ?
ব্রাহ্মণ ঠাকুর দেখলে তোকে , বৃথাই শুধু গঞ্জিবে।
মন্দির টা তো উঁচু জাতের , করলি তুই অপবিত্র
জানিস ছোঁড়া এই মন্দিরের , দেবতা কত পবিত্র।
মরগে যা নরকে তোরা ,দেবতা থাকে শুদ্ধ
আড়াল থেকে মুচকি হাসে , আল্লা -খ্রিস্ট - বুদ্ধ।
দেবতা যে তাদের একার , রেখেছে তাকে ঘরে
দেখতে যাতে না পায় দেব রাস্তায় যারা মরে।
বলছে লোকে এটা বেজাত , মায়ের পাপের ফল
একদিন তো বাড়বে এরা , পাবে অনেক বল।
তোমার ধ্বংসে হবে যজ্ঞ , বাড়ছে টেরোরিস্ট
পুলিশ ফাইলে নাম পাবে , খুঁজে দেখ ওই লিস্ট।
পকেটে ছোরা হাতে বন্দুক ,ওই বাচ্চা ছেলেটার
ভাঙবে ওরা সোনার সিন্দুক , ভাঙবে মন্দিরের দ্বার।
সেদিন মানুষ মানুষ হবে , দেবতা ও আসবে নেমে
পৃথিবীর ইতিহাস বদলাতে ওরা , থাকবে নাতো থেমে।