গায়ে গা ঘেঁষে না দাঁড়াতে পাড়ার যন্ত্রনা
রোজ কুরে কুরে খায় তার অতৃপ্ত মন কে
সেই সেদিনের সোনাঝরা বিকালের আলোতে
এক চিলতে হাসি দিয়ে গিয়েছিলো  মেয়েটি
আজ ও মনে হয় সে তো একান্তই আমার।


ভালোবাসা হয়তো এসেছিলো এক বিকালে
হৃদয়ের জানলা দিয়ে ভালোবাসার মন পাখি
কখন যে ফুড়ুৎ করে উড়ে গিয়েছিলো সেই
সেই অচেনা মেয়েটির লাল শাড়ির তলায়
কিংবা ওই মোটা শরীরের ঘামের রন্ধ্রে রন্ধ্রে।


তোমার নাম টা আজ ও আমার অজানা
হয়তো চিরকাল অজানা থেকে যাবে নাম টা
তা যাক তুমি তো আছো আমার চেনা হয়ে
প্রথম দেখার সুখের স্মৃতি , ঘাম কপাল বেয়ে
আমি ও না রইলাম বেঁচে এই টুকু সুখ নিয়ে।


তোমার পাশে দাঁড়ানো পেট মোটা লোকটি
বারে বারে দেখছিলো তোমার পানে চেয়ে
তাকে দিও না তোমার ঘামের গন্ধ , কিছু না
ওই টুকু শুধুই থাকুক আমার বাকি অমানিশা
নাম টি নাহয় নাই জানলাম , থাকো হয়ে চেনা।