সুস্থ সমাজে প্রতিনিয়ত অবক্ষয়
ঘটতে ঘটতে একদিন ঘুন ধরে
চোখে অশ্রু নদী হয়ে গড়ায়
সবাই বলি হয় একটু একটু করে
সমাজ সংস্কার সংসার সবাই ডরে
অবস্থা বদলাতে দরকার রাজা রে।


সেন চাটুজ্যে মুখুজ্যে যত কুলীন
বলি হয় তারা বদ্ধ নাগপাশে
ছোট্ট কন্যারে ফেলে জলন্ত্ব চিতায়
সবাই বদল চায় ,সবার মুখ মলিন
ছোট্টো শিশুর আগুনে বড়  ভয়
তবু আগুনে পুড়ে সে হয় রঙিন।


শেষ হয় বাপ্ মেয়ের সম্পর্ক
শেষ হয় গিয়ে জ্বলন্ত আগুনে
৭০ এর পাপ ৭ কেন বইবে ?
ধ্বংস দেখার আশে , ঘড়ি দিন গোনে
জন্মেছিলেন রাজা রাম মোহন রায়
পাল্টাতে সমাজ তাই চললেন লন্ডনে।


জন্মদিনে প্রণাম করি তোমায়
প্রথম আধুনিক  পুরুষ ,রাজা রাম রায়
তুমি না থাকলে অকালে যেত প্রাণ
কত শিশু কন্যার , যারা ছিল অসহায়
তোমার কাজেই শ্ৰেষ্ঠ বীর তুমি
রইবে  বাঙালির মনে সম্মানে শ্রদ্ধায়।