সুখ তুমি কার?
তুমি তো কারো নয়
আকাশের ওই কোণে দিয়ে উকি
হারিয়ে যাও এতো আকাশের ভিড়ে।


কোন অতলে তোমার বাস
কোন বা সাগর তলে, তোমায় খুঁজে দিশাহারা
আমরা যে সবাই,  কোথায় খুঁজি সুখ
বল থাকিস কোথা? কোন সাগরের তীরে।


বলনা মন বল আমারে
কোন সে দেশে থাকিস তুই
কোন মানুষ এর মনের ভিতরে তোর বাস
বলনা কোথায় খুঁজি তোরে।


কেউ বলে টাকায় সুখ, কেউ বলে
সুখী হব আমি সাথে থাকলে নারী
সবাই ঠকিয়ে গেছে আমায়,  কে বলবে
কোথা গেলে পাব, সুখ বিক্রেতা, সুখের ব্যাপারী।