তুমি চলে গেলে ------
তোমার জঠরে লালিমায় পালিত কচিকাচারা
ধীরে বেড়ে উঠলো , কতকটা অবহেলায়
পৌরুষের প্রচন্ড উত্তাপে ধীরে ধীরে তার রং
ওই রাঙা সূর্যের আকার ধারণ করলো
হারিয়ে ফেলে তার সবুজ খোলস
উস্কো খুস্কো রুক্ষ প্রকৃতি, সব কিছুই কেড়ে নিল
পৃথিবীর থেকে অনেক দূরে থাকা ওই সূর্য
তোমার কন্যারা পুরুষের কাছে হার মানলো
তারাও ধীরে ধীরে বিদায় নিল , তোমারি কোলে
হয়তো তারা আজ শান্তিতে ঘুমিয়ে , তোমার ই
স্নেহ ছায়ায় , তোমার ই শাড়ির আঁচলে মুখ লুকিয়ে।
কে বা বাঁচতে চায় ধু ধু মরুপ্রান্তরে।


তুমি চলে গেলে  ------------
নারীর কোমল হাতের ছোয়ায় প্রকৃতি আবার সেজে উঠল
তার সেই লালিত্য ভরা স্নিগ্ধ শান্ত রূপ নিয়ে
মায়ের শাড়ির আঁচলে ঘুমিয়ে থাকা কন্যারা জেগে উঠল
বেল জুঁই গন্ধরাজ সবাই খুশি তারা তোমায় পেয়ে
প্যাচপেচে বর্ষায় তোমার শাড়ির ওই সোঁদা গন্ধ ম ম করে
চারিদিকে , যেন আবার সবাই মৃত প্রাণ ফিরে পেল বুঝি
সবুজ সতেজ কচিকাচারা আবার হাসতে শুরু করেছে
ভাই বোন সবে আপন আপন খেলায় মত্ত তোমার কোলে
সবাই হাসছে আবার ফিরতে পেরে নিজেদের মায়ের আঁচলে।


তুমি চলে গেলে  ---------------
সতেজ পূর্ণ প্রাণ আজ বৃদ্ধ , রিক্তপ্রায় , জবুথবু বয়সের
ভরে ভারাক্রান্ত পুরুষ নারী সকলে ,  সবুজ শিশু আজ
পরিণত তাদের মন থেকে বিদায় নিয়েছে শিশু সুলভ হাসি
যে যার কর্মে ব্যস্ত মায়ের আঁচলে মুখ লুকিয়ে নেই কেউ
তোমার কোলে সাদা বরফের পাহাড় সরিয়ে কেউ কেউ
মাথা তুলেছে তোমার দুঃখে সবাই দুঃখী কিন্তু শুধু শুধু
মিথ্যা আনন্দ পাওয়ার ভান করছে তোমার মেয়েরা
গাঁদা , ডালিয়া , গোলাপ , চন্দ্রমল্লিকা সবাই জানে
তারা কেউ খুশি নয় তোমার রিক্ত সিক্ত অবস্থা দেখে
তবুও তারা জোর করে হাসি ফুটিয়ে তুলছে চোখে মুখে।