ক্লান্ত দিনমনী দিগন্ত রেখায়
নিজগৃহে ফিরে যেতে চায়
পারের খেয়ায়।
একি অপরূপ সৌন্দর্য দেখিনু --
আজিকে গোধূলি বেলায়
আমার সোনার বাংলায়।।
কেন যেতে চাই-
এদিক ওদিক হেথা সেথা।
সহস্র মাইল দূরে গেলে -
যায় কি এ রূপ দেখা।।
আমার সোনার বাংলা
সে যে রূপবতী-
রূপের ছড়াছড়ি
সত্যি নন্দনকানন।
দূর্বা শীশিরে মুক্ত ঝরে
দেখিবার লাগি---
চোখ নয় চাই মির্মল মন।।