বসেছি নিরালায়
চারিদিক নিশ্চুপ, ঘুটঘুটে অন্ধকার, থমথমে,
ভাবছি তোমার কথা।
অন্ধকারে আবছা সিগারেটের ধোঁয়ায়
ফুটে ওঠে তোমার ছবি;
ম্লান মুখে তাকিয়ে তুমি।
চাকরি নামক হীন বস্তুর অপেক্ষায় ছিলেম আমি
অপেক্ষার প্রহর ফুরিয়েছিল তোমার
সেই ছিল জীবনের বসন্তের শেষ বেলা।
ফুরিয়েছে জীবনের লেনদেন
আজ শুধু মৃত্যুর শেষ অপেক্ষা।
আজ বুঝি,
কিঙ্করত্বের প্রয়োজন ছিল না
বাঁচার জন্য চাকুরি নয়
বাঁচার জন্য দেহ নামক খাঁচায় তাঁজা প্রাণের প্রয়োজন
আজ তা নেই।
আজ খাঁচাটি বয়ে চলেছে আঁধ পঁচা মন নিয়ে
ধোঁয়ায় আশ্রিত হয়ে।
তোমার শেষ চুমুর পরে চুমু পায় শুধু সিগার।
মা নেই, বলি কাকে হৃদয়ের বেদনা, গ্লানি,
তুমি তো মা আছো বিভুর নিকট
দিই প্রসূতি বিসর্জন চাকুরি নামক মিথ্যা সুখ স্বর্গকে,
দিই জননী রক্তের বলিদান
ফিরিয়ে দিতে বলো মাগো পুরোনো আমাকে,
আমার প্রিয়াকে।