থমথমে নিথর নিস্তব্ধ ভুবন মাঝার
ভেন্টিলেশনের বন্ধুত্ব বেশি দূর নয় বৈকি।
থমকে থাকা সময়ের মাঝে দূর হতে বিহগ কলরব
বয়ে আনে নব সকালের রবি বার্তা।
অমর ২৫শে বৈশাখ উদ্বেগের দিন ছিল
আজ ওপারের দিন গুনি।
অমর মৃত্যু নিকট।
প্রভাতের নব দিগন্তে রবি কিরণে রবির ছোঁয়া
ভারত মায়ের আঁচলে গুম গুম হাঁসফাঁস বুকে
মলিন নেত্রে আঁখি চায়।
প্রান্তর বলে কিছু নেই নিকটেই দেওয়াল
পাশেই লাস।
শেষবেলায় এ হেন কহে প্রাণ
রবি আজ তোমার প্রকৃতির জয়।