বিরহ বিষাদ ফুরিবে যবে
ততদিন কি এই পাখির নীড় থাকিবে ভবে।
কত স্বপ্ন,কত আশা ভাঙছে একে একে
স্বপ্নগুলি যেন আজ নাগালের বাইরে।
ফুসফুস নিকোটিনের ধোঁয়ায় পচেছে
হৃদপিন্ড যেন পচা রক্তে স্ফীতহীনভাবে কাঁতরাচ্ছে
মন আজ ক্যান্সারে ভুগছে।
ভাবনা ছিল ইতিহাস গড়ার
স্বপ্ন ছিল সমাজ পাল্টাবার
কে যেন মনের দেওয়ালে
বারবার আঘাত হেনেছে।
জীবনের তরী কতবার ডুবল-উঠল
কতবার জীবনে ভয়ংকর ঘটনা ঘটল।
যার কতকটা আমি দোষী নই।
তবু কালো অন্ধকার-তিক্ত সমাজের কাছে দোষী হতে হয়।
বিতৃষ্ণা জেগেছে আজ তিক্ত সমাজের প্রতি
চিত্ত চায় থাকতে একাকী।
বিষাদগুলি যেন বেঁধেছে বলয়
চারিদিকে দিশাহীন হয়ে পথ খুঁজে বেড়ায়
তবু অয়ন মেলে না।
ক্ষুদ্র পিপীলিকার ন্যায় এ মানবরূপী আত্মা
একদিন হারিয়ে যাবে এভাবেই;
পড়বে না মনে কারো
সেও ছিল আমাদের মাঝে।
মায়া-ভালোবাসা-স্নেহের মূল্য নেই
এ স্বার্থের ভবে।
ইতিহাস কি রাখবে স্মরণে
এ কীটের ন্যায় মানবকে
যার স্বপ্ন ছিল সমাজ পাল্টাবার।