প্রেম যখন প্রগাঢ় হয়
অত্যন্ত গম্ভীর হয়,
তখন শব্দের প্রয়োজন ফুরোয়।
দুচোখ তখন শব্দঝংকার তোলে
ইশারায় চলে কথাবয়ন।
বিরহ, স্নেহ, স্পর্শ
স্নায়ুযুদ্ধ হয়, জাগে প্রবল অনুভূতি।
তখন শরতের আকাশ পেঁয়াজে তুলোটে
রঙিন প্রজাপতির মতই বড়ই বেখেয়ালি।
তবে বুঝে নিও তুমি আজও গাঁজাখোর।


একুশের তালিকায় শত শত বেকারেরা হায়
ফাঁসি দিতে চায়
শিল্প-শিল্পি-প্রেম-প্রীতি বড়ই বিদঘুটে।
এম. এ. পাশ বড়ই বাঁশ, মেলে না ড্রেন সাফ চাকুরী।
চারিদিকে সিন্ডিকেট,
তবু মরুতীর্থে বাঁচার লড়াই, মিথ্যা স্বপ্ন।
ওই রোদে পোড়া কালো বিচ্ছিরি চেহারা ছেলেটি
শুধুই পড়ে, মাথার চুল ছিঁড়ে
বাড়াই ক্যান্সার?
এ কেমন ব্যাঙাচির ধরণী!
শুধুই অপর হাতের ভরতুকি।
শুধু রবিরশ্মির শান্তির নীড় আজ নয় পতিতালয়
আজ যুবসমাজ পতিতা মুখি।