ফিরে পেতে চাই
কসমেটিক্সবিহীন সেই ফিনফিনে ছেঁড়া জামার ছোট্ট পকেট
পৃথিবীর সব ভালোবাসা ছিল।
সীমাহীন পুকুর তীরে কাদা-বারির অন্তরঙ্গতা
বসন্তের কোকিলের চাইতেও
আঁটির ভেঁপু মধুর গাইতো।
ছোট্ট দোকানের বিপুল ব্যবসা
শাকের আটি, মাটির চাল, পাতায় পাতায় চশমাবিহীন গান্ধীজি
তবু তপ্ত পলিথিন ঢাকা আকাশ ছিল নাকো।
প্রিয়রা আজ সব ফেলে যায়
আরো দূর বহুদূর যাই।
এতো কথা ছিল না
বালুর তীরে স্বপ্ন ছিল, পূর্ণ হল না।
যাকে বলবো মন ভেবেছে
বড়ো অভিমানে সে তো আমার দুয়ারে নিম ডাল পুতেছে।
এ বেদনা কামিনী রায়ের বেদনার চেয়ে আরো তীব্র
'গোপন বাক্স খুলতে নেই'-এর 'রোদ আর বৃষ্টি' পর্বের
নয় এ লড়াই
ব্যর্থ একুশে
এ তো হেরে যাওয়া সংগ্রামীর
দু মুঠো অন্নের সন্ধানী বেকারত্বের গল্প।
ভুলো মন ভুল গান গেয়ে চলেছে
তব চিরবিদায় হোক।