সময়গুলো বড়ো এলোমেলো,
মাঝে মাঝে নৈরাশ্যের ছাঁয়া
বুকে জমাট হয়ে লুডোসাপ খেলে।
অভাব, দুঃখগুলো এতটাই জাপটে ধরে
প্রকৃতির কোলে ফিরে যেতে অবিরাম করে ঘুরপ্যাঁচ।
পিঁছুটান, বহুচেনা মুখ যন্ত্রণা দেয় এত শান্ত হয়ে
কোলের বালিশ জানে শুধু ইতিবৃত্তখানি।
ঐ যে মেঠোপথ, সবুজ মাঠ প্রান্তর
ওরা যেন কালো হয়ে গেছে
চারিদিক কেমন যেন আবছা আবছা লাগে
এবারের মতো চলি তবে মা
আবার যদি ফিরে আসি পাখির বেশে
ঐ ঐ... যে নীলচে আকাশে
দেখা হবে।