জা গোসাঁয়
ঐ লাঙল কাঁধে আমি পঞ্চান্ন কোটি আদি জাতি
জা গোসাঁয়
ঐ ছাঁপি মাথায় নব্বই দেশের আমি প্রাচীন রীতি।
জা গোসাঁয়
সিন্ধুর পূর্বজ আমি চায়-চাম্পা দেশের কৃষি জাতি।
জা গোসাঁয়
পঞ্চায়েতি ব্যবস্থার মাতৃ আমি প্রাচীন প্রণেতা।
জা গোসাঁয়
বনজ আমি কৃষক আমি, আমি সভ্যতার কৃতি।
জা গোসাঁয়
বোঙ্গা দেশের হাপড়াম সন্তান আমি, আমি ধ্বনি।
জা গোসাঁয়
সৃষ্টির সাত সন্তানের আমি প্রাক্ আমি
আমিই উত্তর।
জা গোসাঁয়
আমায় পাবে না লিখিত পাতায়।
জা গোসাঁয়
আমি উন্মুক্ত
আমায় পাবে ছড়া গানে, গল্প গাথায়।