অশুভশক্তির অদম্য দাপট-কলুষতায়
ভাঙছে নৈতিকতা,ভাঙছে নিয়ম।
প্রতিনিয়ত আদির বক্ষে বাঘের থাবা যোগাচ্ছে।
হিংস্রতা এতই প্রবল
সামান্য প্রতিবাদ খোয়ায় জীবন
বিপ্লব বহুদূরের কথা।
ক্ষনিকে হারায় সম্মান
হারায় ভিটে,
সবেতেই ব্যাবসায়িক ব্যাখ্যা মানবিকতা অ-মূল্য।
সাঁওতালের অশ্রু-রক্তে লাল মাটি হয়েছিল আরও লাল।
১৮৫৫-এ ছাইয়ের ভেতরের আগুন
লাভার রুপ নেয়; আবির্ভূত হয়
বীর সিধু-কানহু-চাঁদ-ভৈরব-ফুলো-ঝান
বৈদশিক শক্তি দেশজ হাতিয়ারের সম্মুখে করেছিল মাথা নত।
আজও সেই রক্ত লাভা টকবগ করে সাঁওতাল দেহে।
শান্তির বীজ ও হুলের বীজ দুয়ের বাহক সাঁওতাল সেদিন লড়েছিল, আজও লড়বে।
সাঁওতালের মাঝে লুকিয়ে থাকা সেদিনের অদ্যের
বিভীষণ ভাবক-নামক লম্পটদের কাটা মুন্ডু ফাঁকা ময়দানে অভুক্ত চিলেদের খোরাকের তালিকায় নাম লেখাবে,
আদি বলে ভারত মা কাঁদছে
আবার হুল হবে।