অর্থ বিনা অতি আপন গিটারও সুর বদলায়।
রক্তশূন্যতা হাড়ভাঙা সংখ্যা জানাই
এ কাপ চাও আদিখ্যেতা।
রক্তারক্তির বাহ্যিক আড়ম্বরটাই যখন প্রাধান্য পায়
ভালোলাগারা দেহ ছেড়ে হারাই গভীর আলোকে।
হাতপাখারা বড়ই প্রিয় হয়
ছেঁড়া কাথারা হয় সাত জন্মের প্রেমিকা।
জোটে না দু কাঠা ভিটে
রেলের গতি জানায় সময়সারণী।
গ্রজুয়েট সংখ্যারা যখন মৃত্যুশায়ী হয়
ধরনা জোগায় সংখ্যার পিছনে
সংখ্যায় তাদের খুলি পিটিয়ে পিছন ফিরে।
ক্রিমিনাল ট্রাইব নামটুকু ঘুঁচে
ঐতিহ্য ঘোচে না
রঙিন পোষাকেরা ঠেলে দেয় আবারো অন্ধকার গুহায়।
কঠিন জীবনধারাই আড়কাঠিরা স্বপ্ন জাগাই
তবে শেষটুকুও ডোবে
সন্তানেরাও যখন ওই ধরনার জোগান খোঁজে।