গামছায় লুকোনো মাথারা আমৃত্যুকাল লড়ে যায়
তারা কি ভাত পায়?
অবহেলা ঘৃণায় বিদগ্ধ নেত্র,
বাংলার বুকে স্নিগ্ধ শান্ত কুলিকের তীরে কি পাই ঠাঁই?
তবু অর্ধ পেটে বাঁকা হাসি ফোঁটে যদি জীর্ণ ঠোঁটে
রঙিন মঞ্চে মাইক্রো হাতে বাঁকা হাসি, মিথ্যা বাতেলা
হাসি তব কি এক?
লালচে বালক ঘুড়ি ওড়ায়,
ফুটো বস্তার ফাঁকে উল্টে স্বপ্ন দেখে
কাঁদে তবু কাঁদে বুক ভরে কাঁদে, তবু লড়ে।
বখাটে বটহীন তারা নিজেরাই চারা বট
তারা জেতে।
চিরকাল ঠেকে, পাথরসম বুক চিঁরে যারা বাঁচতে জানে
তারা হারে না।
অশ্রুজল যাদের বাঁকা হাসিতে মিলিয়ে যায়
তারা হারে না।