স্বপ্ন-বাস্তব উভয় বিপরীতগামী
সেই ভীড়ে বেখেয়ালে
পথভ্রষ্ট আমিত্বহীন
ছুটে চলি অন্তহীন,
সত্য মিথ্যার বাহিরে
আলোকের ছোঁয়া খুঁজতে।
হৃদয়কাশে ভারাক্রান্ত অশ্রুবৃষ্টি নামবে নামবে
করে
নামা হয় না।
তবু ছুটি, ছুটতে হবে
ভাবনা, আকাঙ্ক্ষা চিরকাল মূল্যহীন।
গ্রহরা কাঁদে তবু ছোটে কত আলোকবর্ষ
জীবন বড়ই জটিল।
চেতনার বাহিরে অনন্ত চেতনা
ভাবনার অন্তরে লুকায়িত অজস্র ভাবনা
তাহার অংক মেলেনা কভু।
ভালোবাসা শব্দ বেজায় সহজ
মানব থেকে যারা একহাত নীচে
তারা বোঝে অর্থহীন ভুবনে বাসাটা অনেক কঠিন।
তবু ছুটতে হবে....