তোর কথা যখন ভাবি
মনে একরকম ভাবনা আসে
তোর কথা যখন ভাবি
মন অনেক স্বপ্ন বাঁধে।
তোর কথা যখন ভাবি
বুকটা একরকম কেঁপে ওঠে।
তোর আলতো হাসি
সারাক্ষণ মনে পড়ে।
কিন্তু বেকারত্ব আমাকে
প্রতিটা মুহুর্ত কুড়ে কুড়ে খাচ্ছে।
চাকরিটা আজও জুটল না অনিমা
তুই একটু অপেক্ষা কর
তোর জন্য কিনে রেখেছি
লাল শাড়ি,রাঙা চুড়ি,সিঁদুর কৌটো।
একটু অপেক্ষা কর
আর তো কদিন,
এবার যেই চাকরিটাই পাব
তাই নেব।
তোর জন্য বাঁধব ঘর
একটা ঘর হলে চলবে তোর
আর একটা রান্না ঘর
জানিস বাবা-মা কে হারানোর পর থেকে
ওই কোনরকম পড়ে থাকি ঘরের কোণে
মাটির দেওয়াল,ফুঁটো ছাউনির চাল।
তুই পারবি থাকতে
আমার ওই ভাঙা ঘরে,ভাঙা মনে।
তোর জন্য অনেক কিছুই মন করতে চাই
তোর জন্য নতুনভাবে নতুন আশায় বুক বাঁধে
অনিমা একটু অপেক্ষা কর।
এই চাকরিটা পেলাম বলে
কাল আফিসে বড়বাবু বলেছে বেশ ডিগ্রি আমার
অল্প কিছু লাগবে
তা কোনক্রমে জোগাড় করতে পারলেই হল;
আর নয়ত শেষমেষ কুলিমুজুরি করব
তবুও তোকে চাই।
ওই পাড়াগাঁয়ে সবার মা আছে
সুখ,দুঃখ,বেদনা শোনার জন্য কেউ আছে;
রাগ,অভিমান প্রকাশ করবার জন্য কেউ আছে...
অনিমা তোর মাকে আমি মা বলে ডাকতে চাই।
সবকিছু হারিয়ে আবার
সবকিছু ফিরে পাবার সুযোগ পেয়েছি।
অনিমা একটু অপেক্ষা কর।