আজ খাব অন্তিমবার
কাল থেকে খাব না।
এই আংটিটি বেঁচে
এই শেষ বার।
লুকিয়ে লুকিয়ে খাব কেউ জানতে পারবে না
আজকেই খাব শেষ
আর খাব না।


কাল যদিও এল
গতকালকের নেশায় ফুর্তি নেই মনে,
লাগছে না ভালো
আজ খায় সামান্য
কিন্তু আজকেই শেষবার
আর খাব না।


জান মনটাকে মানাতেই পারছি না
ওই হাফ গেলাস দেশি খাব
খরচা কম।
কিন্তু টাকা কোথায়?
বাবুর বাড়ি আজ অল্প কিছু চুরি করবো
বাবু আমার বড়ো ভালো।
ওতেই যা হবে তাতেই চলবে
কিন্তু আজকেই শেষ
আর খাব না।


এভাবে কতকাল গেল
তবে কাল এল না।
আজ বাড়ি নেই,বউ-ছেলে নেই কেউ....
তাতে অবশ্য হয়েছে ভালোই,
বাঁধা দেবার নেই কেউ।