অহং-এর ভারে ভুলেছো যারে করেছো বিষপান
অবেলায় ডেকো না তারে
সেও সয়েছে বহু অপমান।
বহু দূর আপনের স্নেহের তাগিদ, কথাবয়ন
শিকড়ের ঘ্রাণ হৃদয়জ্বালা ক্রমশ পুড়িয়ে চলে।
শূন্যসত্তায় আদ্রতা বাড়িয়ে
মা কেমনে ভুলে গেলে?
আজ শুন্য মন, শুন্য হৃদয়!
ধুঁকছে সারা দেহ-শরীর, মৃত্যুর কোলে যাই যাই...
জীবনস্বপ্ন, শুধু হতাশায় বাড়ে অন্ধকার
একের ভুলের সূত্রে শত ভুলের আবিষ্কার।
শোক! হতাশা! মৃত্যু!
বড়ই আপন, খুব কাছ থেকে ছুঁতে ইচ্ছে জাগে বারংবার।
চেনা খুব চেনা মুখ সময়ের ফাঁকে রং পালটায়
উদাসী বেয়াদপী অভ্যাস মাঝে মাঝে ভেসে যায়
অঝোর কান্নায়।