ভঙ্গুর ক্রুদ্ধ মেঘের কোলে
কে যেন স্নেহ খোঁজে
বারে বারে মায়ের আঁচল খোয়ায় শীর্ণ তনয়।
দূর থেকে কত ভাসে প্রেম
কাছে আরো কাছে অনুভব হয় সুপ্ত অভিনয়।
দহে আরো দহে....
মাতাল প্রত্নবিদের নিঙড়ানো প্রাচীন লিপি
আদিম ভাষীও হারায় সুদূর স্মৃতি
ট্রমা জাগায় অন্তকাল।
ধর্মান্ধ মেদ মাংস সেদ্ধ ভক্ষণ শিখেছে
বেরোনোর পথে তারা দন্ত বের করে
আলতো ভাবে দেয় গোপন বেদনায় চাটন
তারাই জেতে
তাদেরই জেতার দিন।
সত্য পথ দূর্গম পাহাড়,
হেরেছি মম।
রাবণ অসুরের কথা কেউ বলে না
তারাই অচির প্রকৃত।