দু চোখে তুমি তপ্ত অখিল বিশ্ব
তোমার ছোঁয়ায় হতে চায় নিঃস্ব।
ওই যে স্বপ্নচারণ, ইচ্ছাভুবন
ওতেই দুটি অঙ্কুর প্রাণের ভাবি বাসভূমি।
মিরন্দা হব হব
গোচারিণী হয়ে ঘুরবো
ক্লোরোফিল-পাতার অভেদ ভালোবাসা লয়ে।
চক্ষু বেঁচে এনেছে ভাটফুল
ভগ্নমৃত্তিকার নগ্ন হাতে জীবন বুনতে ছুটে পরাণপাখি।
সীমা-অসীমের পরেও রয়েছে জগৎ
সে-তারে-বেতারে তরঙ্গ-মৃদঙ্গ বাজায়
ওহে কি করে ভুলে
বেইমানী সুপ্ত প্রাণ শত সহস্র মায়া।