নাম আমার পরায়নি।
ইমা,কি বিতিকিচ্ছিরি নাম
এ আবার নাম হয় নাকি।
কি করবো গো দিদি
আদিবাসীদের নাম এমনই হয়।
খুব ছোট থেকেই স্কুলে যাবার শখ
বাবা কিনেই দেয় না স্লেট।
বাবা বলে,পুড়াশুনা করে কি হবেক
চৌধুরী,রায়গুলান তো এস.টি লিখাইছে
চাকরিট উহারাই লিবে।
পড়াশুনা করে কিছু হবেক নাই
হামার সঙে খেত চল।
জানো গো দিদি আমি গানও করতে পারি
না না ওসব শুনাস না।
পাড়া গায়ে সবাই বলে আমি খুব ভালো গান গায়
মা বলে,গান শিখে হবেক কি
খাওয়ারট জুটছে নাই।
দিদি আমাকে পড়াবে, গান শিখাবে
তোমার বাড়ির সব কাজ করে দেবো।
না না আমার সময় নেই
তুই বাড়ি ফিরে যা।