হে অমর ইতিহাস যাদের কথা তুমি লিখিলে না
নাই কি তাদের ইতিহাস
যাদের কথা ভুলিয়াছ
তাদের আজও যে করে পরিহাস।
সভ্য কি তারা সত্যি ছিল না...?
নাকি কেড়েছ সভ্যতার চেহারাখানি
পড়িয়েছ অসভ্যতার কালমুখোশ।
আজ তাদের নাম রেখেছ বনবাসী
বল ইতিহাস তুমি খুশি।
ফেলিয়াছ পিছনে তারা টানবে আরও পেছন
সত্যি দায়ী কি তারা...?
একদিন আসিবে
তারা হইবে বনের রাজা
শার্দূল পোশাকি বেড়াল হইবে প্রজা।
হে অমর ইতিহাস স্মরণে রেখো
থাকিবে না শুপারিশ গল্পের ডালি।
তারাই প্রথম লড়েছিল স্বাধীনতার লড়াই
ভেঙেছিল তারাই প্রথম বৈদেশিক জাতির বালাই।
বিপ্লবের আগুনে দগ্ধ হতে হয়েছিল।
ইতিহাস তুমি শুধু নিজ কথা বল
কেমনে চিনিলে না তাদের,যাদের এ মাটিতেই জন্ম-কর্ম,
তাদেরই করিলে নিঃস্ব।
হে অমর ইতিহাস মনে রেখো
উড়িবে তোমার আত্ম অহং-এর ধ্বজা
জেনে রেখো একদিন হবে তারাই কালজয়ী।
সেদিন তোমার ইতিহাসের অকৃতজ্ঞ শব্দগুলি
দুমড়ে মুচড়ে পড়বে;
হারাইবে তোমার মিথ্যা গৌরব কাহিনি।