সে বাঁচতে চায়
মাথা উঁচু করে বাঁচতে চায়।
দিকু মেয়েদের মতো ইংরেজি শিখতে চায়,
বদ্ধ-শিকল ভেঙে সে গুড়িয়ে দিতে চায়।


সে বাঁচতে চায়
মাথা উঁচু করে বাঁচতে চায়।
অবহেলিত গাঁয়ের মেয়েটির মনেও যেন
অনেক স্বপ্ন জন্মায়, আশা জন্মায়
সমাজের আবদ্ধ সংকীর্ণ গন্ডি কাটিয়ে
বিশ্বভুবনে নিজেকে মেলে ধরতে চায়।


সে বাঁচতে চায়
মাথা উঁচু করে বাঁচতে চায়।
আর সন্তান জন্মাবার যন্ত্র নয়,
পুরুষের পদতলে চাপা পড়ে থাকা আর নয়
ইতিহাসকে চূর্ণ-বিচূর্ণ করতে চায়।


সে বাঁচতে চায়
মাথা উঁচু করে বাঁচতে চায়।
বাল্যবিবাহ আর নয়
স্বপ্ন-আকাঙ্খা দগ্ধ করে অশ্রু ভেজানো আর নয়
সে রুখে দাড়াতে চায়।
চিরাচরিত সমাজের নিয়মকে প্রশ্ন করে চায়....
সে বাঁচতে চায়
মাথা উঁচু করে বাঁচতে চায়।