তৃপ্ত-মুগ্ধ-শান্তি সর্প ছোবলের প্রতীক
দূর হতে শোনো অবাধ হিংস্রতার বাণী
তুলসীও জানে নিপীড়তার স্বাদ।
তবু দেয়নি জবাব।
এ তব হয়েছে ভুল....।
বৃথা ছোট স্রোতের নিরীখ
হুতাশনে নশ্বর খাঁক হবার পালা
দাবদাহে সবুজ বুকে কুসুমের ছোটে ঘাম
শুকায়েছে অশ্রুতটিনী
সুখ পাবে পঁচা পান্তা ভাতে
যদিও তাকে নিয়ত ফেরায় অর্থদাম্ভিকতায়।
কারে খুঁজেছ অসীম লোকে
সে তো অন্তরে দীপ্ত।
কানুর ন্যায় নাই বা বাজুক বাঁশি
প্রয়াসটুকু হোক।
প্রয়াসটুকুই হয়
তবে প্রশ্ন হোক কানুই কি শুধু বাজায় বাঁশি?
স্বাধীন হবার ৭৫ তম
আজও আদিবাসীদের নিয়ে কেন চলে সর্পখেলা...?