বেদনা!
দুটি হৃদয় কাচ টুকরোসম ভাঙিছে
দিবানিশি পাঁজর শিরা ধমনীরা প্রগাঢ় শব্দে মাতিয়া ওঠে।
তুচ্ছ গুলির চিৎকার শূন্যদেহ কাড়ে
হৃদয় ভাঙিয়াছে বহুকাল।
শুধুই কর্তব্যরা কোন্দল তোলে
স্বপ্নরা অদ্য বেজায় বেগার খাটে।
দুঃখ নাম মাত্র।
হৃদপিন্ড ঝুলে ঝলসানো রুটির ন্যায় শুষ্ক বক্ষে।


কাহার তরে বাজাও মৃদঙ্গ মৃদুমন্দস্বরে
প্রিয়া নেই এ হেন বক্ষে।
ফুটন্ত বাতাসে হাঁসফাঁস করে জীবন্ত আমিরা
একটু শান্তি দাও হে প্রভু....
জানি মৃত্যু অমোঘ, মৃত্যু আসিছে।
বৃষ্টি ছিল মোর শান্তির প্রতীক,
অদ্য কাক, শেয়াল অভিমানী বন্ধু।
একটু চুষুক তারাও ব্যাধি অশ্বেত রক্ত।


ভাসে নোঙর মেঘের তরে
চাঁদ অশ্রুসিক্ত;
ধরণীও কাঁদিবে চন্দ্র অস্তকালে।
মিথ্যা কুহক আজি স্বপ্নঘোর,
এ বৃথা জীবনখানিও একপ্রকার ট্রমা।