অন্তরঙ্গতার কি রং তা বলতে পারবো না
তবে অরঞ্জিত নয়।
ভালোবাসা,অভিমান,অনুরাগ,স্নেহ,সহানুভূতি, প্রীতি
অনেক রং লেগে আছে।
হৃদ্যতার কোনো বয়স হয় না
শুধু তাতে অনেক রং থাকা চায়
এই যেমন তোর আমার।
প্রেমিকা প্রেমিকের কাছে যা কিছু বলতে নাহি পারে
মৈত্রীর কাছে তা বলতে পারে।
প্রিয়জনেরা ছেড়ে চলে যায় কালের নিয়মে
বন্ধুত্ব অমোঘ;থাকে চিরকাল।
দুঃখ যখন ভেতর থেকে কামড়ে খায়
মন যখন আর বাঁচতে নাহি চায়
তখন বন্ধুই একমাত্র পথ
যে নতুন করে,নতুন ছন্দে বাঁচতে শেখায়।
সৌহার্দ্য কালহীন,অন্তহীন
প্রকৃত মৈত্রী আপনজনের চেয়ে শ্রেয়।