স্বপ্নের ভয় বাস্তবতার বিষ
মিলেছে দেখ অভিসপ্ত
ট্রমায়।
কাঁদছে অসুর
হাসির ছাপ মলিন নিষ্ঠুর চোখে।
দিবালয়ে অস্ত্রোপচার নিরুপায় জনতার বুকে।
কালো পঁচা গন্ধহীন রক্ত
অপেক্ষারত ডোমের আশায়।
খাচ্ছে কাক খাচ্ছে শকুন
শৃগাল  অন্ধকার রাতের অপেক্ষায়।
মাংসপিণ্ডের আজ বড়োই মূল্য
রাতের অন্ধকার গলিতে।
দেব দৈত্যের বড়ই ভ্রাতৃত্ব
চোখের আঁড়ালে।
বালুর ক্ণাসম নেমেছে মনুষ্যত্ব
মরবে শুধুই মানব সন্তান চিরকাল।
বেঁচে থাকুক পশুর ন্যায় ট্রমায়
ধর্মধ্বজাধারী।