আবুল মিয়া ভাবলো মনে
একটা কিছু করবো,
দেশ ও দশের সেবা করে
ইতিহাসটা গড়বো।


সেই আশাতে আবুল মিয়া
কাটলো বিশাল খাল,
সেই খালেতে আনলো ডেকে
মস্ত কুমির পাল।


আবুল মিয়া, কুমিরগুলো
পুষে যতন করে,
দিনেদিনে কুমির ছানায়
খালটা ওঠে ভরে।


ভীষণ খুশি আবুল মিয়ার
স্বপ্নে ছবি আঁকা,
ভাবে মনে, এসব বেচে
আসবে অনেক টাকা !


কদিন পরে বিদেশ থেকে
এলো ক্রেতাদল,
দেখবে তারা কুমিরগুলো
আসল না নকল !


খালেরপাড়ে গিয়ে আবুল
দেখায় কুমিরছানা
পা পিছলে পড়ে গিয়ে
হয় কুমিরের খানা।