স্বর্গীয় সুখ ভেবে তোমাকে কাছে ডেকেছিলাম
বেসেছিলাম ভালো;
হৃদের সবটুকু প্রেম দিয়ে তোমার চিত্তটা
করেছি আলো।
তোমায় কিশোরীচাঁদ ভেবে, জেগেছি সারা নিশি,
এক মুঠো সুখ আস্বাদনের নেশায়
সাঁতরেছি সাত সুমুদ্দুর;
সহস্র কাঁটা সয়ে এনেছি লাল গোলাপ
তোমার চাঁদমুখে আলোর তরঙ্গ দেখবো বলে।
নিয়ম করে রোজপ্রভাতে সূর্য হাসে পৃথিবীকে ভালোবেসে,
রাতের আকাশে হাসে চাঁদ-তারা ;
শুধু আমার আকাশে কেউ হাসে না
ভালোবেসে কেউ আসে না,
সেখানে এখন মেঘেপরীদের চলাচল।
আজ সময়ের ব্যবধানে তুমি আমি কতদূরে!
যদিও একই নীড়ে দুটি পাখির বসবাস।