আজকের এই যান্ত্রিকসময়, গিলে খাচ্ছে
এ সমাজ, সংসার, আমার শরীর এবং
আমার সবুজস্বপগুলো।
এখন কোথাও যেন এতটুকু ভালোবাসা নেই!
নেই  সেই ভালোবাসার মানুষ।
আজ শুধু বারুদের গন্ধ ভাসে বাতাসে,
নদীর জলে ভাসে
অজ্ঞাত কিশোর-কিশোরীর রক্তাক্ত দেহ ।
দানবের হাতে মানচিত্র আজ!
বিবেকবোধ এখন আই সি ইউতে ।
অষ্ফট কসুমেরা উবে যায় ভোরের
আলো ফোটার আগেই!
সত্যের কলম থেমে যায় কোনো এক
হায়নার অট্টহাসিতে;
প্রেয়সীর চোখে এখন নেই কোনো সুখস্বপ্ন,
সেখানে এখন শুধু দুঃস্বপ্নের বসবাস।
আমার সোনালিস্বপ্নগুলো নীরবে কেঁদে কেঁদে মরে,
অযতনে হারায় তার রূপরস!