দিনের আলো নিভে হয় ঘনঅন্ধকার
পাখিরা ঘরে ফেরে, থেমে যায় সমস্ত কলরব
পৃথিবী যখন গভীরঘুমে নিমগ্ন,ঠিক তখন
আমি পান্ডুলিপি সাজাতে ব্যস্ত তোমায় নিয়ে।
ফাগুনের আগুনঝরা রাতে, হাসে রূপালীচাঁদ,
ভেসে বেড়ায় মাতাল হাওয়ায় হাজারও স্বপ্ন;
আচম্কা তুমি এসে পাশে বসো হৃদয়গহিনে
আমি অনুভব করি তোমার হাতের কোমল পরশ!
আমি তোমাতে মিশে যাই নিমেষেই,
তোমার জ্যোৎস্নাস্নানে এহৃদয় সিক্ত হয় বারংবার,
তোমার হাতে হাত রেখে আমি ছুটে চলি-
ওই খোলা সবুজ দিগন্তে,তোমার মুখোমুখী বসে
আমি খুঁজেফিরি সোনালী অতীত।
হঠাৎ-ই কানে ভেসে আসে মুওয়াজ্জিনের-
সুমধুর আযান, আমি ফিরে আসি বর্তমানে;
পাশে তাকিয়ে দেখি “শুধু তুমি নেই”!