নিরুত্তাপ অ-মৃত আগ্নেয়গিরির মত
আর কত
বেদনাবহ্নি মাটিচাপা দিয়ে
বলবো: আমি এখনও আছি নির্মল শান্ত হয়ে!


বহু-শত বছর ধরে জ্বলে-জ্বলে তলে
আমি কী একা ভাসছি না আজও আঁখিজলে?


আমার হৃদয়ের কথা আর শুনে কে-
যে
মানুষ নিয়েছে আশ্রয় সাঁজের
ঘর।


আমি তারে তাই কী বলিতে কী বলি!
শুধু, একা একা কেঁদে কেঁদে পথচলি।


কুয়াশার হিমালয় দূরে সরে যায়
দূরে সরে যায় কাশের সন্ধ্যা,
সে তবু কেন ফিরে আসে না, হায়!
দূর বনে মৃতপ্রায় পড়ে থাকি আমি একা এক বন্ধা।


নিউ ইস্কাটন, ঢাকা, দুপুর, ২ অক্টোবর ’২০