আমি- আর যাব না ওই বটতলা
যেখানে চঞ্চলা
সব ভূতেদের বাস,
কেঁড়ে খায় প্রতিরাতে প্রেমিকের শ্বাস!


পাশ দিয়ে হেঁটে যেতে
কাঁপে দেহ ঘামশীতে,
দেহটা চলে এলেও অশেষ
আত্মার চূড়ান্ত ঠিকানা হয় ওই বিদীর্ণ ঘাস।


ও-ই-খানে- ওই বাটে- শ্মশানঘাটে-
সহস্র-লাখ যুবকের কঙ্কাল খুঁটে
হাড়ের ভেতরের রস এখনও চুষে খায় শুনি ভূতের দল!
আর যাব না ওদিকে বাবা- ঘরে ত্বরকে চল।


ইস্কাটন, ঢাকা, রাত, ২৭ নভেম্বর’১৮