ব্যস্ত নগরী। মানুষের চলমান স্রোত যেন দিকশূন্য। দিবসভানু ক্লান্তিতে ঘুম।
অনেক মানুষের ভেতর তখনো জ্বলছে অনেক অমানুষের দগদগে অভিলাষ।
দূরে বনে বাদুর-ডানার বিকট শব্দ বেঁজে চলে। আকাশে তারারা আজ নির্ঘুম।
আমি বসে একা একাকী কোনে- আর সাথে আমার একান্ত পুরাতন দীর্ঘশ্বাস।


আমি আজ দিগম্বর- অজস্র সমুদ্র আমার সাথী- এ চির চেনা বিরহ-পথের  
আমি আজ শূন্যতায়- আকাশে আকাশে তারাদের সাথী, আমি এক মজনুন।
পৃথিবী পথ হারিয়েছে এতোক্ষণে আঁধারে। আমি তবু বসে আছি আশায় তার।
ভালোবাসা কী চিরদিনই বেদনার অপার সমাহার? হায়! জীবন।


নিউ ইস্কাটন, ঢাকা, দুপুর, ২৪ সেপ্টেম্বর ’২০