একদিন মৃত হবো যখন- চৈত্রে বাবলার দগ্ধ বায়ু
পারবে কি বাড়াতে আয়ু?
কুমারের পাড়ের সবুজ শেওলা চঞ্চল হৃদে নিবে কি ঠায়?
নাকি মৃতদের গল্প আর এ হয় না- হায়!
একদিন যখন মৃত হবো- সাতটি তারা কি জেগে রবে
ওই সুদূর নীল আকাশে সন্ধ্যার ম্রিয়-কলোরবে?
কল্প-কাহিনীর ছদ্মাবরণে সময় কি পার হবে ফের
সেই শৈশবের?
আমি মৃত হলে হটাৎ- জোনাকির মিলন মেলার রাত
ফিরে আসবে কি হটাৎ?
শীতের সকালের শিশির
পারবে কি ঘুম ভাঙাতে আমার?
দেহ থেকে আত্মাটা আমার সরে গেলে কোন এক সময়-
তোমার ভালোবাসার রাজন্যে ধরবে কি ক্ষয়?


ইসাকাটন, ঢাকা, রাত, ২৭ মার্চ