আমি কবি- তোমার কবি
হৃদয়পটে আঁকা কেবল
তোমারই ছবি
তোমারই ছবি।


যতোটা না কবি আমি- প্রেমিক ঢের
যতোটা বিদ্রোহী আজ
প্রেম পাগল তার চেয়ে অনেক,
ভালোবাসা পেতে সহস্রবার জয় করি অসীম হিমাদ্রির-


আমি কবি- তোমার কবি
হৃদয় আমার এক মহাবসন্তের ঠিকানা
প্রতিদিন ফুটে ওঠা সকল ফুল আমার তোমারই জিকিরে মশগুল;
বনের ফুলে গন্ধ খুঁজে কেন তবে করো ভুল?


এইখানে নিঃশ্বাস নাও- এই বুকে
কেবল তরতাজা গুল
তরতাজা ফুল,
একটু ভালোবাসার জন্য দেখ- কেমন পাগল পাগল!


ইস্কাটন, ঢাকা, রাত, ২৯ জানুয়ারি’১৯