তুই      ছুঁলেই যদি ধন্য হয় অর্চনা
আমি   আর করবো না সে বন্দনা,
আমার   ঈশ্বর যদি না বোঝে আমাকে
আমি   কেন করবো সে প্রার্থনা?


যদি   তুই এলেই পুণ্য হয়
আমি   মেনে নিবো সব ক্ষয়,
তোর   নিকট তবু খুঁজবো না শান্তনা;
আজ   থেকে বাদ হোক সব বন্দনা।


ইস্কাটন, ঢাকা, রাত, ২২ ফেব্রুয়ারি’১৯