তোর কাছে চেয়েছি বহুদিন- কিছুই পাইনি
আজও,
বেশ্যাকে ঘৃণা করে তবু সব পেয়েছি-
অন্তত অভিনয় হলেও করেছে সে সারারাত
আর বিদায় বেলা বলেছে: ‘আসবে তো আবার?’


তোর কাছে চেয়ে চেয়ে কিছুই হলো না
হে ললিতা,
ভালোবাসার লালস্বপ্নে কেবল ধরিয়ে দিয়েছিস চিতা!
হাতটি দিস নি বারেক ছুঁতে সেদিন রাস্তা পারাপারে
অথচ এখন পুরো দেহটাই দিয়ে রেখেছিস ধর্ষকের কাছে!


তোর কাছে চেয়ে চেয়ে কি হলো আমার? শুধু তিক্ততার গ্লানি-
হৃদয়কে খেয়ে দিলো গোখরার মত, জুটলো না পানি
তোর হাতে এতোটুকু তবু!
হায়! নিষ্ঠুরতা-


মানুষকে ভালোবেসে মানুষের পায়
কেন যেন মনটি আজ অজান্তেই জড়িয়ে যায়, যেতে চায়
তাই ঘৃণা করি তোকে- ঘৃণা ওই কথকী ভালোবাসায়
বেশ্যালয়ে আজকাল এর চেয়ে ঢের ঢের পাওয়া যায়।


নিউ ইস্কাটন, ঢাকা, রাত, ১২ মার্চ ’১৯