একদিন শেষ হয়ে যায় সব- জেগে থাকে দূরের নক্ষত্র শুধু
হাজার মনের লেনদেন ক্ষীণ হয়ে একদিন পাখা লয় তারা
তারপর বায়ু হয়ে শূন্যে, বালু হয়ে পথবাটে বিরহ বঁধূ
নতুন সূর্যালোকে কিংবা অন্ধরাতে তাকে আর না যায়
দেখা কভু। লাইলি-মজনুনরা ইতিহাস আজ; তাদের
মনে রেখেছে কিছু পুরাতন কিতাব। এইদিন চলে
যায়- যাবেই তো সব! তারপর ফিরে আসে জলে
চোখের কোনে- স্মৃতির পাতায়। তবু মানি হৃদয়ের
অতল তলে তুমি এক চিরপ্রশান্তির স্থির জামানা-
যে আমার অস্তিত্বের মহাকাল- বিশ্বচেতনা।


মিরপুর, রাত, ৩০ ডিসেম্বর’১৮