হৃদয়ের জলাশয়ে বুঁদবুঁদ জল-
হয়নি বহুদিন সচল অঞ্চল,
আঁখিতে নোনতা গন্ধ এখন শুধু
জল ক্ষয়ে এ তবু সম্বল।


তুমি ডিঙি বাও না এখন আর
জলে কাঁট না সাঁতার,
তোমায় স্পর্শের শান্তি কোথায়!
পড়ে আছি নিথর।


জলে কোলাহল বিরহী কীটেদের-
প্রমত্ত নয় সে আজ,
মাঝখানে তুমি নিশ্চুপ হলে-
হারালাম ঢেউ ভাঁজ।


জলাশয় আছে- আমি বুঝি নেই
শুধুই দীর্ঘশ্বাস,
বুঁদবুঁদ অঙ্গে কোলাহলে ক্ষয়ি
সংরক্ষিত বিশ্বাস।


ইস্কাটন, ঢাকা, দুপুর, ২৮ অক্টোবর ’২০