যেন সব আছে, আবার কিছু নাই


যেন শব হয়ে আছি, শুধু আত্মা নাই!


দ্যুলোকে দুলে- ভূলোকে ভুলে-
আমার মাঝে যেন আমি নাই, আমি নাই!!


আমার তো বিচরণ আছে- জড় নই আমি
আমার তো ভাষা আছে- বোবা নই আমি,
তাহলে আমার আমিকে যে খুঁজে ফিরি হায়!
কেন ভেতরের আমি আর আমার বাইরের জন এক নয়?


মনে হয়, সব আছে হাতের কাছে আমার
আবার কিছু নাই কোথাও আর;
যেন সব লুটে নিয়ে গেছে শকুনের দল,
আমি পড়ে আছি কেবল অবশ-স্বপনের মত- নি:ষ্ফল!


অথবা, শব হয়ে পড়ে আছি শ্মশানের কোন এক পুরাতন খাটিয়ায়!
আমার পাশের মানুষগুলোকে আজ তাই উড়ন্ত ফরিং মনে হয়;
মনে হয়, খেয়ে-দেয়ে চলে যাওয়াই তাহাদের একান্ত বিশ্বাস।
মনে হয়, জীবন এমনই অবোধ শকুরের মত- এক অন্ধ আশ্বাস মাত্র।।


ইস্কাটন, ঢাকা, বিকেল, ২০ আগস্ট’১৮