করোনা
করুণা করো এবার,
তোমার আক্রোশের ক্রোধে নিভু নিভু
পৃথিবীর সমগ্র সমাহার।


আজ চীনে ইতালিতে ফ্রান্সে- সর্বত্র
মৃত্যু অবিরত!


প্রতি মিনিটে মরছে মানুষ
মরছে মানবতা,
করোনা- করুণা করো এবার
থামাও তোমার এ বর্বরতা।


মায়ের কোলের শিশু এখন হাসপাতালে
বিছানায়,
বোন ক্রন্দনরত-
বাবা বসে অসহায়, হায়!


করোনা
তুমি আর বার বেড়ো না,
তোমার যাত্রার পথ সংক্ষিপ্ত হোক আজ
তোমার চোখে ক্লান্তি নামাক সাঁঝ;
তুমি এবার ঘুমিয়ে পড় চুপটি একা
সবার মঙ্গলার্থে তুমি আর দিও না দেখা।


আবার আমরা বাঁচতে চাই
মানুষের মত মানবতার সাথে।
আবার আমরা পৃথিবী সাঁজাবো
সবে মিলে হাতে হাতে।



ইস্কাটন, ঢাকা, দুপুর, ২০ মার্চ ২০২০