দুঃখের নীল সমুদ্র সিঞ্চিত বিনাশী বিরহ যত
আমার-
তেজোত্তপ্ত করে বিদ্রোহে
বারংবার-
সেই বিরহজ্বালার কসম,
আমার সকল বিদ্রোহ শেষ হয়
কেবল তুমি এলে
দু’চোখের সীমায়!


তোমার হাসির আড়ালে
গলে,
ওই নয়নের পানে চেয়ে
আমি নিয়ত ক্ষয়ে
যাই- তোমারই মুগ্ধতায়।
সকল অহংকার আমার তুমি এলেই শেষ হয়।


ইস্কাটন, ঢাকা, রাত, ১১ ডিসেম্বর’১৮