হায়! জীবন-
আলোকহীন নিকষ অন্ধকারও কখনো খুব আপন মনে হয়
কখনো-সখনো মনে হয় তারা আজ আত্মার পরম আত্মীয়
মনে হয় স্বর্গ অপেক্ষা বিরহের যাতনা কমতো মধুময় নয়
সুখের সেই দৌরাত্ম স্রেফ ভুল- তাদের নামে শুধু সংশয়!


একদিন মনে হতো এ বুঝি স্বর্গ- কিংবা এর চেয়ে ঢের বেশি-
তাদের নাম-গন্ধে কেন যেন আজ বেদনা আর বেদনা রাশি!
সে সুখের মোহ, এ দুঃখের ছক- হৃদয় কী বইতে প্রস্তুত নয়?
জীবন কী মোহের খেলা- কষ্টে যার প্রিয় সমাপ্তি অপেক্ষময়?


মিরপুর, ঢাকা, রাত, ৮ ডিসেম্বর’১৮