আর ভাল লাগে না- জীবনকে মনে হয় শুকনো পাতা
জগতের সমগ্র দর্শন আজ মনে হয় ধোঁয়া আর চিতা!
নূপুর-নরম পায়ের সাড়া কানে বিরহের পশরার আনে
ঘরে অপেক্ষমান নারীর হৃদয় ‘গান্ধা’ সুবাস দেয় মনে।


খরকুটোর মতে ভেসে যেতে ইচ্ছে হয়- প্রবালের সাথে
যেখানে শীতলজল অতল-সমন্ধ মিলে প্রতি অহোরাতে,
যেখানে জীবন এক দোল খাওয়া আনন্দ-বিরহের খেলা
জলজীবনের স্বাদ নেয় জীবন প্রতিদিন এবেলা ওবেলা!


ইস্কাটন, ঢাকা, বিকেল, ১২ মার্চ’১৮