সব ফুল যদি ঝরে যায়
          আমার বিদায়’,
কী লাভ হায়! কী লাভ-
যদি তুমি না এলে আঙিনায়!


হাজার চোখের অশ্রু বরষণ
শ্রাবণধারায়
কী সুখের দোলা আর জাগাবে প্রাণে আমার
যদি তুমি না ঝরাও বারি দু’আঁখির কোনায়!


এই বেঁচে থাকা আজ তোমার জন্য ধন্য
মরণও স্বার্থক হোক এমনি একদিন;
হাজার বসন্ত চাই না আমি প্রিয়তম
আমি শুধু তোমাকে চাই- নিত্যদিন।


ইস্কাটন, ঢাকা, রাত, ২৮ মার্চ