যেই দিন মৃত হবো- সবুজ শ্যাওলার মতো নীল জলের-
ভেসে রবো সরসী জলা হতে তোমার কোমল হৃদয়!
ধবল সুন্দর রাঙা পা দু’খানি তোমার পড়বে জলের
তলে যখন, আমি সহসা জেগে উঠবো সেই ছোঁয়ায়!


সূর্যের ছোঁয়ায় যেমন জেগে ওঠে অন্ধকারঘন সময়
বসন্তে জেগে ওঠে যেমন সমগ্র ফুল-কানন বসুন্ধরায়,
তেমনি তোমার উপস্থিতি আমাকে নিশ্চিত আয়ু দেয়-
আমি জেগে উঠি রোজ তোমার ভালোবাসার প্রত্যাশায়!


ইস্কাটন, ঢাকা, রাত, ১৩ নভেম্বর’১৮