কেন এমন লাগে! কেন এমন মনে হয়!
আমি যেন একা হাঁটি- সাথে কেউ নয়!


‘অজস্র বৃষ্টি-মেঘ’ আবেগের ঝর্না আমার
ঝরে চলে নিত্য যেন গলে বুকের পাহাড়।


সমগ্র আকাশের কোথাও ঠাই নেই আর-
আমি যেন আজ কেবল ব্যাথার পাথার।


যে মুখে তাকিয়ে সুখে বাঁধি স্বপন-বাসা
দেখি চেয়ে বহুদিন সে আছে জলে ভাসা!


বেদনাবিধুর হৃদয়- সতত উদাস মন-
কোথা গেলে মিলে মনে শান্তি আপন?


ইস্কাটন, ঢাকা, দুপুর, ৩০ সেপ্টেম্বর ’২০